মাধব কি কহব দৈব বিপাক।
পথ আগমন কথা কত না কহয়ে হে
যদি হয় বয়ান লাখে লাখ।।
মন্দির তেজি যব পদচারি আয়হু
নিশি হেরি কম্পিত অঙ্গ।
তিমির দুরন্ত পথ হেরই না পারই
পদযুগে বেঢ়ল ভুজঙ্গ।।
একে কুলকামিনী তাহে কুহু-যামিনী
ঘোর গহন অতি দূর।
আর তাহে জলধর বরিখয়ে খরতর
হাম রহব কোন পুর।।
একে পদ-পঙ্কজ পঙ্কে বিভূষিত
কণ্টকে জরজর ভেলা।
তুয়া মুখ দরশনে সব সুখ পায়হু
চির দুখ সব দূরে গেলা।।
তোহারি মুরলী যব শ্রবণে প্রবেশল
ছোড়লুঁ গৃহ-সুখ-আশ।
পন্থক দুখ তৃণ- হুঁ করি না গনলুঁ
কহতহি গোবিন্দদাস।।