মাধব কি কহব তাহী।
তুঅ গুন লুবুধি-মুগুধ ভেলি রাহী।।
মলিন বসন তনু চীরে।
করতল কমল নয়ন ঢরু নীরে।।
উর পর সামরী বেনী।
কমলকোষ জনু কারি লগেনী।।
কেও সখি পরিখয় শাসে।
কেও নলনী দল করয় বতাসে।।
কেও বোল আয়ল হরী।
সসরি উঠলি চির নাম সুমরী।।
বিদ্যাপতি কবি গাবে।
বিরহ বেদন নিঅ সখি সমুঝাবে।।