মাধব কঠিন হৃদয় পরবাসী।
তুঅ পেয়সি মোয়ঁ দেখল বিয়োগিনি
অবহু পলটি ঘর জাসী।।
হিমকর হেরি অবনত কর আনন
করু করুনাপথ হেরী।
নয়ন কাজর লএ লিখএ বিধুন্তুদ
ভয় রহ তাহেরি সেরী।।
দখিন পবন বহু সে কৈসে জুবতি সহ
কর কবলিত তনু অঙ্গে।।
গেল পরান আস দএ রাখএ
দস নখ লিখই ভুজঙ্গে।।
মীনকেতন ভয় সিব সিব সিব কয়
ধরনি লোটাবএ দেহ।
করে রে কমল লএ কুচ সিরিফল দএ
সিব পূজএ নিজ দেহা।।
পরভৃতকে ডরে পাঅস লএ করে
বায়স নিকট পুকারে।
রাজা সিবসিংঘ রূপনরায়ন
করথু বিরহ উপচারে।।