মাধব ও নবনায়রি বালা।
তুহুঁ বিছুরলি বিহি কটাবলি
ভেলি নিমালিক মালা।।
সে জে সোহাগিনি খেদে দিন গনি
পন্থ নিহারই তোরা।
নিচল লোচন না শুনে বচন
ঢরি ঢরি পড়ু লোরা।।
তোহরি মুরলী সে দিগ ছোড়লি
ঝামর ঝামর দেহা।
জনু সে সোনারে কসি কসটিক
তেজল কনহ রেহা।।
ফুয়ল কবরি ন বান্ধে সম্বরি
ধনি জে অবস এতা।
রুখলি ভুখলি দুখলি দেখলি
সখিনি-সঙ্ঘ সমেতা।।
উসসি উসসি পড়ু খসি খসি
আলি-আলিঙ্গন চাহে।
যাকর বেয়াধি পরাধিন ঔষধি
তাকর জীবন কাহে ।।
ভনই বিদ্যাপতি করিয়ে শপতি
আর অপরূপ কথা।
ভাবিত ভাবিত তোহারি চরিত
ভরম হইল যথা।।