মাধব এ তোমার কেমন চরিত।
জাতি কুলশীল দিয়া যে তোমায় সঁপিল হিয়া
তাহে ছাড় এ নহে উচিত।।
তোমার মুখ কলানিধি রাই কাঁদে নিরবধি
লোরে কলেবর যায় ভাসি।
ক্ষণে ক্ষণে অনুরাগে এমতি নিঃশ্বাস ছাড়ে
নাসার বেশর পড়ে খসি।।
যে ধনি তোমার লাগি দিবানিশি অনুরাগী
ত্রিভুবনে নাহিক তুলনা।
বুঝিলাম তোমা হেন পিতলে পেতেছে মন
পরিহরি দশবাণ সোনা।।
কি দোষে ছাড়িলে রাই শুধাইতে এলাম তাই
তবে কি সে প্রেমে দিয়া ডোর।
গোবিন্দদাস কহে তাহে ছাড়া উচিত নহে
শুন ওহে রসিক নাগর।।