মাধব এখন দুরি করু সেজে।
কিছুদিন ধৈরজ ধরু যদুনন্দন
হমহিঁ উমগি রস দেবে।।
কাঁচ কমল ফুল কলী জনু তোড়িয়
অধিক উঠত উদ্বেগে।
এহন বয়স রিতু করৈক নহি থিক ঈ
মানিয় মোর উপদেশে।।
রাহু গরাসল জলধর জৈসে
তেহন নে করিয় গেআনে।
কিছুদিন ঔর বিতয় দিঅ মাধব
তখন হোয়ত রস দানে।।
ভনহিঁ বিদ্যাপতি সুনিএ মধুরপতি
ধৈরজ ধরিয় সুরেসে।
সময় জানি তোহি হোয়ত সমাগম
আব হঠ ছোড়ু নরেশে।।