মাধব এক নিবেদন তোয়।
মান-বিরহ-জ্বরে তুহে অতি দগধল
মাফ করব সব মোয়।।
তুহুঁ যদি লাখ গোপি সঞে বিহরসি
পায়সি বহুত আনন্দ।
সো মুঝে কোটি কোটি সুখ-সম্পদ
তিল-আধ না ভাবিয়ে মন্দ।।
অকপটে এক বাত মুঝে কহবি তু
না করবি চীতক ভীত।
চন্দ্রাবলি তুহে কতহু সমাদরে
কৈছন প্রেম পিরীত।।
সো যদি তুহারি গীম প্রেমভুজ দেই
বান্ধি রাখত পুন গেহ।
গোবিন্দদাস কহে তাকর পদ-তলে
দাসি কর মুঝে লেহ।।