মাধব অপরূপ পেখলু রামা।
মানিনি মানে অবনি পর লেখই
নয়নে না হেরই শ্যামা।।
শুইতে বিদগধ নাগর শেখর
আকুল গদগদ বোল।
কি করব দৈবে রজনি হাম বঞ্চল
তবহি হৃদয় মঝু দোল।।
হামারি শপতি তোহে শুন শুন সহচরি
তুরিত গমন করু তাই।
বহুত যতন করি তাহে মানায়বি
যৈছে সদয় হোয়ে রাই।।
শপতি বচনে সোই কছু নাই বোলল
আওল মানিনি পাশা।
হেরইতে রাই বিমুখ ভই বৈঠল
কহতহিঁ গোবিন্দদাসা।।