(ক)
(নেপাল পুঁথির পাঠ)
মাধবে আএ কবাল উবেললি
জাহি মন্দির ছলি রাধা।
আলস কোপে অতি হসি হেরলহ্নি
চান্দ উগল জনি আধা।।
মাধব বিলখি বচন বোল রাধাহী
জৌবনরূপ কলাগুণ আগরি
কে নাগরি হম চাহী।।
মাধুর গেলে বিলঅহ মতাগল
ককে ন পঠওলহ দূতী।
জন দুইচারি বণিক হম ভেটলত
ঠমাহি রহ লাহু সূতী।।
তুঅ চঞ্চলচিত অপনা নহি থির
মহিমা ধারন ধীরে।
কুটিল কটাখ মন্দ হরি হেরলহ্নি
ভিতরহু শ্যাম সরীরে।।
ভনই বিদ্যাপতীত্যাদি।।
(খ)
(গ্রিয়ার্সনের পাঠ)
মাধবে আএ কবাল উবেরলি
জাহি মন্দির বস রাধা।
চীর উঘারি আধ মুখ হেরলহ্নি
চাঁদ ঊগল জনি আধা।।
মাধব বিলছি বচন বোল রাহী।
জউবন রূপ কলাগুনে আগরি
কে নাগরি হম চাহী।।
চীর কপূর পান হমে সাজল
পাঅস আও পকমানে।
সগরি রয়নি হমে জাগি গমাওল
খণ্ডিত ভেল মোর মানে।।
তুঅ চঞ্চল চিত নহি থপলাথিত
মহিমা ভার গভীরে।
কুটিল কটাখ মন্দ হসি হেরহ
ভিতরহু স্যাম সরীরে।।