মাধবী তলাতে রহে এক ভিতে
সে হেন সুন্দরী রাই।
মানে মন রীত এ তার চরিত
অনেক বুঝাল তাই।।
তোমার কুসুম হার মনোহর
দূরেতে ডারিয়া দিল।
এ তিন তাম্বুল কিছু না ছোয়ল
কোপেতে কুপিত ভেল।।
অনেক প্রবন্ধ প্রকার করিয়া
বুঝাইল রাই পাশ।
হেট মাথে রহে বচন না কহে
মুখেতে নাহিক ভাষ।।
যে দেখি দারুণ মান উপজল
এ মান ভাঙ্গিতে গাড়া।
আপনা যাইতে মান ভাঙ্গাইতে
বুঝল এমন ধারা।।
আপনি গমন করহ এখন
তবে সে আসিবে রাধা।
নহে বা এ মান আর কোন জনে
তাহারে করিব বাধা।।
দূতীর বচন শুনি সুনাগর
বড়ই হইলা দুখী।
এ কথা উচিত জানিল বেকত
চণ্ডীদাস আছে সাখী।।