মাঘ মাস সিরি পঞ্চমী গঁজাইলি
নবএ মাস পঞ্চম হুরুআঈ।
অতি ঘন পীড়া দুখ বড় পাওল
বনসপতী কে বধাই হে।।
সুভ খন বেরা সুকুল পক্‌খ হে
দিনকর উদিত-সমাঈ।
সোলহ সঁপ্পুনে বত্তিস লখনে
জনম লেল রিতুরাঈ হে।।
নাচএ জুবতিগণ হরিখত জনমল
বাল মধাঈ হে।
মধুর মহারস মঙ্গল গাবএ
মানিনি মান উড়াঈ হে।।
বহ মলয়ানিল ওত উচিত হে
বন ঘন ভও উজিয়ারা।
মাধবি ফুল ভল গজ মুকুতা তুল
তে দেল বন্দনেবারা।।
পীঅরি পাঁউরি মহুঅরি গাবএ
কাহরকার ধতূরা।
নাগেসর-কলি সংখ ধূনি পূর
তগর তাল সমতুলা।।
মধু লএ মধুকরে বালক দএহলু
কমল-পাখুরিআ ঝুলাই
পৌঁঅনাল তোরিকরি সুত বাঁধল
কেসু কএলি বধনা।।
নব নব পল্লব সেজ ওছাওল
সির দেল কদম্বক মালা।
বৈসলি ভমরী হর উদগাবএ
চক্কা চন্দ নিহারা।।
কনএ কেসুআসুতি-পএ লিখিএ হলু
রাসি নছত্র কএ লোলা।।
কোকিল গনিত-গুনিত ভল জানএ
রিতু বসন্ত নাম থোলা।।
বাল বসন্ত তরুণ ভএ ধাওল
বেঢ়এ সকল সংসারা।।
দখিন পবন ঘন আগ উগারএ
কুবলএ কুসুম-পরাগে।
সুললিত হার মজরি ঘন কজ্জল
আখিতও অঞ্জন লাগে।।
নব বসন্ত রিতু অনুসর জৌবতি
বিদ্যাপতি কবি গায়া।
রাজা সিবসিংঘ রূপনরাএন
সকল কলা মনভায়া।।