মাই হে বালম্ভু অবহু ন আব।
জাহি দেস সখি ন মনোভব ভাব।।
তরুন সাল রসাল কানন
কুঞ্জ কুড্ণল পুষ্পিতে
পদ্ম পাটলি পরম পরিমল
বকুল সঙ্কুল বিকসিতে।।
অরুন কিসলয় রাগ মুদ্রিত
মঞ্জরী ভর লম্বিতে।
মধুলুব্ধ মধুকরনিকর মুদ্রিত
লোভ চুম্বন চুম্বিতে।।
চুম্বতি মধুকর কুসুম পরাগ।
কোরক পরসে বাঢ়ল অনুরাগ।।
চৌদিস করএ ভৃঙ্গ ঝঁকার।
সে সুনি বাঢ়য় মদন বিকার।।
চীর চন্দন চন্দ্রতারক
পাবকো সম মানসে।
হার কালভুজঙ্গমেব হি বিস সরস
ঘম রস চয় বিসে।।
মানিনী মন মানহারক
কোকিলারব কলকলে।
বহএ মারুত মলয় সংযুত
সরল সৌরভ সীতলে।।
সীতল দখিন পবন বহ মন্দ।
তা তনু তাবএ চান্দন চন্দ।।
হৃদয় হার ভেল ভুজগ সমান।
কোকিল কলরবে পিড়ল পরান।।
সদর নির্ম্মল পূর্ণচন্দ্র সুবক্তা
সুন্দর লোচনী।
কথং সীদতি সুন্দরী
প্রিয় বিরহ দুঃখ বিমোচনী।।
তাহি তর তরুন পয়োধর ধনী।
ওজা সঙ্কর কৃষ্ণজনী।।
অবসর পাউতি এতি খনে।
বিদ্যাপতি কবি সুদৃঢ় ভন।।