মলয় পবন বহ।
বসন্ত বিজয় কহ।।
ভমর করই রোল।
পরিমল নহি ওর।।
ঋতুপতি রঙ্গ দেলা।।
হৃদয় রভসঁ ভেলা।।
অনঙ্গ মঙ্গল মেলি।
কামিনী করথু কেলি।।
তরুন তরুনি সঙ্গে।
রইনি খেপবি রঙ্গে।।
বিরহি বিপদ লাগি।
কেসু উপজল আগি।
কবি বিদ্যাপতি ভান।
মানিনী জীবন জান।।
নৃপ রুদ্র সিংঘবরু।
মেদিনি কলপ তরু।।