মলয়ানিলে সাহর ডার ডোল।
কল কোকিল রবে মঅন বোল।।
হেমন্ত হরন্তা দুহুক মান।
ভমি ভমর করএ মকরন্দ পান।।
রঙ্গু লাগএ রিতু বসন্ত ।
সানন্দিত তরুনী অবরু কন্ত।।
সারঙ্গিনি কউতুকে কাম কেলি।
মাধব নাগরি জন মেলি মেলি।।
মলয়ানিলে সাহর ডার ডোল।
কল কোকিল রবে মঅন বোল।।
হেমন্ত হরন্তা দুহুক মান।
ভমি ভমর করএ মকরন্দ পান।।
রঙ্গু লাগএ রিতু বসন্ত ।
সানন্দিত তরুনী অবরু কন্ত।।
সারঙ্গিনি কউতুকে কাম কেলি।
মাধব নাগরি জন মেলি মেলি।।