মলিন কুসুম তনু চীরে।
করতল কমল নয়ন ঢর নীরে।।
কি কহব মাধব তাহী।
তুঅ গুনে লুবুধি মুগুধি ভেলি রাহী।।
উর পর সামরি বেনী।
কমল কোস জনি কারি নগিনী।।
কেও সখি তাকএ নিসাসে।
কেও নলিনীদলে কর বতাসে।।
কেও বোল আএল হরী।
সমরি উঠলি চির নাম সুমরী।।
বিদ্যাপতি কবি গাবে।
বিরহ বেদন নিঅ সখি সুমঝাবে।।