মরুজ উপাঙ্গ বীণা বেণু মাধুরি
পুরই রাস-বিলাসিনি।
অঙ্গ ভঙ্গ রব কিঙ্কণ কটিতটে
রনুঝনু কিঙ্কিণি ধ্বনি।।
তাধিনি তাধিনি ধিনতা বাজে মৃদঙ্গ
নত্তক গোকুল রায়।
করতলে তাল মিলিত মধুর
সুস্বর ধনী রস গায়।।
অংস বিলোলা অংস বিরাজিত
উড়ই শিখিপুচ্ছ চূড়।
গোবিন্দদাস কহে অপরূপ
গোপী সঙ্গে বেদ-নিগূঢ়।।