মরি মরি যাই শ্যাম বাঁশিয়া নাগরে।
কুল ছাড়া বাঁশীটি কলঙ্ক হৈল মোরে।।
নিতি নিতি ডাকে বাঁশী রহিতে নারি ঘরে।
মরমে সন্ধান দিয়ে হৃদয় বিদরে।।
যদি বা বাজাবে বাঁশী না হও ত্রিভঙ্গ।
কুলবতীর কুলব্রত না করিও ভঙ্গ।।
শাশুড়ী ক্ষুরের ধার ননদীর জ্বালা।
মরমের মরম ব্যথা নাহি জানে কালা।।
নিরমল কুল ছিল তাহে দিলুঁ কালি।
হাথে তুলি মাথে নিলুঁ কলঙ্কের ডালি।।
দ্বিজ চণ্ডীদাস বলে শুন রাজার কি।
বাঁশিয়া দংশিল তোমায় আমি করিব কি।।