মরি মরি গৌর গণের চরিত
বুঝিতে শকতি কার।
শয়নে স্বপনে গৌরাঙ্গ বিহনে
কিছু না জানয়ে আর।।
ও চাঁদ মুখের মৃদু মৃদু হাসি
অমিয়া গরব নাশে।
তিল আধ তাহা না দেখি অলপ
কলপ করিয়া বাসে।।
কি কব সে সব শয়ন বিচ্ছেদে
অধিক আকুল মনে।
কতক্ষণে নিশি পোহাইব বলি
চাহয়ে গগন পানে।।
ময়ূর কপোত কোকিলাদি নাদ
শুনিয়া পাতয়ে কান।
নরহরি কহে প্রভাত উপায়
চিন্তিত ব্যাকুল প্রাণ।।