মরা গৌর স্বয়ং কার শিক্ষায় বলি।
গৌর বলে হরি বলতে শুনতে পাই তা সকলি।।
শুধাই কোন জনে বলে আমি না চাই তুল্য
সে বাক্য হলে অমান্য কই থাকে গুরু প্রণালী।
গুরু বাক্য লঙ্ঘন বলে আন্দাজী পণ্ডিত হলে
নিকাশী ফাঁস বাঁধবে হলে জেনে-শুনে কেন ভুলি।।
চৈতন্য চেতন সদায়, জন্ম-মৃত্যু তার কিছুই নাই
লালন ভাবে, সে মূল কোথায় কেন বাধাই গোলমালি।।