মরমে লাগিল, শ্যামের পিরিতি,
পাসরিতে নারি সখি।
কেমনে পাসরি, উপায়ে কি করি,
বলনা কি হেতু দেখি।।
সখি কি রঙ্গ করিছ গো।
গৃহপতি কাজ, বাড়াইতে লাজ,
ভজিব নন্দের পো।।
যো হোউ সো হোউ, জাতিকুল যাউ,
ছাড়িতে নারিব তারে।
চলসেভ মেলি, শ্যাম শ্যাম বলি,
রহিতে না পারি ঘরে।।
জ্ঞানদাস কয়, মন অন্য নয়,
শ্যামের পিরিতি সার।
লয়্যা কুলশীল, যে জন রহিবে,
আমি না রহিব আর।।