মন মোহনিয়া গোরা ভুবন মোহনিয়া।
হাসির ছটা চাঁদের ঘটা বরিখে অমিয়া।।
রূপের ছটা যুবতিঘটা বুক ভরিতে চায়।
মন গরবের মান ঘর ভাঙ্গিল মদন রায়।।
রঙ্গিন পাটের ডোর দুই দিগে সোণার
নূপুর পায়।
ঝুনর ঝুনর বেজ্যা যায় কাম চমকে তায়।।
মালতীফুলে ভ্রমর বুলে নব
লোটনের দাম।
কুল কামিনীর পুল মজায়্যা গীম
দোলনীর ঠাম।
আঁখি ঠারে প্রাণে মারে কহিতে
সহিতে নারি।
রাধাবল্লভ দাসে কয় মন করিলে চূরি।।