মন্দিরে আছিলুঁ সহচরি মেলি।
পরসঙ্গে রজনি অধিক ভই গেলি।।
যব সখী চললহু আপন গেল।
তব মধু নীন্দে ভরল সব দেহ।।
সূতি রহল হম করি এক চীত।
দৈব-বিপাকে ভেল বিপরীত।।
না বোল সজনি সুন সপন-সম্বাদ।
হসইতে কেহু জনি করে পরিবাদ।।
বিসাদ পড়ল মঝু হৃদয়ক মাঝ।
তুরিতে ঘোচায়লু নীবিক কাজ।।
এক পুরুখ পুন আয়ল আগে।
কোপে অরুন আঁখি অধরক দাগে।।
সে ভয় চিকুর চীর আনহি গেল।
কপালে কাজর মুখে সিন্দুর ভেল।।
কতয়ে করব কেহু অপজস গাব।
বিদ্যাপতি কহ কে পতিআব।।