মনোহর কুঞ্জে রাই যাইঞা প্রবেশিল।
সব সখী লইঞা ধনী পালঙ্কে বসিল।।
কুঞ্জেতে রহিল রাই শ্যামের আবেশে।
মাণিকের দীপাবলী জ্বলে চৌপাশে।।
কান্তে মিলিবারে ধনী হইল উল্লাসে।
নানা পুষ্পমালা তবে শয্যাতে বিলাসে।।
নানা বেশভুষা রাই সখীর সহিতে।
কান্ত আগমন ভাবি রহিল সুচিতে।।
এ ঠারু এখানে অভিসারিকা হইলাক শেষ।
এ অন্তে বাসকসজ্জা কহে চণ্ডীদাস।।