মনে বুঝে নারে কি হৈল প্রমাদ নিশিদিন শুনতে চায় কংসের সংবাদ।
কংসরাণী কুলনাশিণী গোয়ালিনী সনে, বাড়িল নাগরের পীরিত টপকাবাজা গানে।
বারেবারে নিষেধি তায় প্রবোধ নাহি মানে, টিস্কিতে না পারে ঘরে, দৌড়ে হেছ্কা টানে।
কাম কামিনী মদন বাণে, নিয়ে যায় তারে, আহার বিহার করে যশোদা মন্দিরে।
দিন যামিনী ঘুরে ফিরে নাহি লয় স্থিতি, অকস্মাৎ আসি তার ঘটিবে দুর্গতি।
স্বদেশ বিদেশ কিছু না রাখে খবর, বিদেশীর সনে পিরীত করিল বিস্তর।
কোথা ছিল কোথা আইল কেবা নিব হরি, অহরহঃ করে কেবল ভুতের বেগারী।
জহুর বলে পাগল ধর পাগল হৈয়ে, বাউলের বেড়ী আন তালাশ করিয়ে।