মনে ছিল ন টুটব নেহা।
সুজনক পিরীতি পসানক রেহা।।
তাহে ভেল অতি বিপরীত।
ন জানিএ ঐসন দৈব গঠিত।।
এ সখি কহবি বন্ধুরে করজোড়ি।
কি ফল প্রেমক অঙ্কুর মোড়ি।।
জদি কহ তুহুঁ অগেয়ানি।
হম সোঁপলু হিয়া নিজ করি জানি।।
বিদ্যাপতি কহ লাগল ধন্দা।
জকর পিরীতি সে জন অন্ধা।।