মনসিজ বানে মোর হরল গেআনে।
বোললহ তোহে মোরি দোসরি পরানে।
বচনহু চুকলাসি আবে কী ছড়া।।
সমুহ নিহারসি সাহস বড়া।।
কি তোহি বলিবোঁ কাহ্ন কি বোলিবওঁ তোহী।
বেরি বেরি কত পরিপঞ্চসি মোহী।।
ভাঁগিলে ভাসা তোলিলে আসা।
অবে ককেঁ করসি তোয়ঁ মুখ পরগাসা।
লাজক অপগমে চীহ্নলী জাতী।
পেম করহ অনতএ গেলি রাতী।।
খণ্ডিত জুবতি কবি বিদ্যাপতি ভানে।
পেয়সি বচনে লজাএল কাহ্নে।।
রুপনরাএন এহু রস জানে।
রাএ সিবসিংঘ লখিমা দেই রমানে।।