মনমথযন্ত্র সুধীর সুনায়র
শ্যামসুন্দর রসসীম।
সব বৈচিত্র কলারস চাতুরি
নাগরি গূণগরীম।।
বিলসই রাসে রসিকবর কান।
রাই বিনোদিনী শোভই বাম।।
নয়নক অঞ্জন কানুকৃত রেখহি
রাই তাহি ভেল ভোর।
প্রেমপরশরস- লীলারস লহরি
দুহুঁ তনু ভাবে উজোর।।
চঞ্চল চারু চিকুরে শিখিচন্দ্রক
সুন্দর সিন্দূররাগ।
দুহুঁক হৃদয়ে উদয় সুখ-সম্পদ
জ্ঞান কহে ধনি অনুরাগ।।