মনজনমা অরি তিলক বৈরি
বৈরি তা বৈরি আনন দসা।
তাহেরি বহু জত ষাএ মরতি তত
কেবল তোহর উদেসা।।
মাধব দুসহ তনু পচবানে।
চরিমে দোষে পড়লি সেহে
বালা স্ত্রী বধ কর …. ধানে।।
কী দেবাগণ আনন ধসি
পৈসি মরতি সে অনল ধসাই।
সুমরি সিনেহ অন্তপুর জাইতি
জুগ জুগ তুঅ শুধ লা × ।।
× × × জনমা বাহন আহবগণ
তে জানল জিয় সাথী।
ভনই বিদ্যাপতি শিবসিংহ নরপতি
অবসর হলহ বুঝাই।।