মধুর যামিনী কাম কামিনি
বিহরে কালিন্দিতীর।
কোকিল কুহরত ভ্রমর ঝঙ্কৃত
বদত কীর সুধীর।।
রাধা মাধবসঙ্গ।
সঙ্গে সহচরি নাচয়ে ফিরি ফিরি
গাওয়ে রসপরসঙ্গ।।ধ্রু।।
করহি বন্ধন ঝমকে কঙ্কণ
চরণে মঞ্জির রোল।
কটিতে কিঙ্কিণি বাজয়ে কিনি কিনি
গণ্ডে কুণ্ডল দোল।।
রাই নাচত কতহুঁ রসভৃত
কানু কত কত গাওই।
সবহুঁ সখি মেলি রচয়ে মণ্ডলি
জ্ঞানদাসমতি ভাওই।।