মধুর বৃন্দাবনে নাচত কিশোরি কিশোর।
দুহুঁ অঙ্গ হেলাহেলি দুহুঁদোহাঁ মুখহেরি
দুহুঁরসে দুহুঁ ভেল ভোর।।ধ্রু।।
শিরে শিখণ্ড বেণি মত্ত মউর ফণি
উরে লম্বিত বনমাল।
চৌদিগে ব্রজবধূ পঞ্চম গাওত
আনন্দে দেই করতাল।।
দোলত কুণ্ডল নীলপীত অঞ্চল
নূপুরকিঙ্কিণী বোল।
ডম্ফ রবাব খমক সরমণ্ডল
দশ দিশ প্রেম হিলোল।।
চৌঁকি চলত ধনি উলসিত মেদিনী
সুরকুল হেরিয়া বিভোর।
কহ মাধব দাস পুরল মনের আশ
হেরি হেরি যুগলকিশোর।।