মধুপুর মোহন গেল রে
মোরা বিহরত ছাতী।
গোপী সকল বিসরলনি রে
জত ছল অহিবাতী।।
সুতলি ছলহুঁ অপন গৃহ রে
নিন্দই গেলউঁ সপনাই।
করসোঁ ছুটল পরসমনি রে
কোন গেল অপনাই।।
কত কহবো কত সুমিরব রে
হম ভরিএ গরানি।
আনক ধন সোঁ ধরবন্তী রে
কুবজা ভেল রানি।।
গোকুল চান চকোরল রে
চোরী গেল চন্দা।
বিছুড়ি চললি দুহু জোড়ী রে
জীব দই গেল ধন্দা।।
কাক ভাখ নিজ ভাখহ রে
পহু আওত মোরা।
খীর খাঁড় ভোজন দেব রে
ভরি কনক কটোরা।।
ভনই বিদ্যাপতি গাওল রে
ধৈরজ ধর নারী।
গোকুল হোয়ত সোহাওন রে
ফেরি মিলত মুরারি।।