মধুপুর নারী হাসি কহত ফেরি
গোকুল গোপ গোঙারি।।
সপ্তম দ্বার- পার যাঁহা বৈঠত
তাঁহা কাহা যাওবি নারি।।
ব্রজপুর দূতী বাত কহত ফেরি
সোই ভকতি ভগবান্।
ব্রজপুর নাম শ্রবণে যব শুনব
তেজব রাজ-বিছান।।
হাহা নাগর গোপী-জীবন -ধন
দূতী ডাকত উভরায়।
হৃদয়ক নাথ বাত শুনি কাতর
তুরিতহি দূতী আগে ধায়।।
দূতীক বদন হেরি কহতহি বেরি বেরি
তুয়া নাম কহত আমায়।
শুনি ধনি তৈখনে বাত না কহতহি
গোবিন্দদাস বলি যায়।।