মধুঋতু রজনি উজোরল হিমকর
মলয় সমীরণ মন্দ।
কানু আশোয়াশে চপল মনমথ
মনহি বিথারল ধন্দ।।
সজনি পুন জনি সম্বাদহ কান।
কালিন্দি কূলে অবহু বিরহানলে
তেজব দগধ পরাণ।।
কিশলয় দহন- শেজ অব সাজহ
আহুতি চন্দনপঙ্কা।
দ্বিজকুল নাদ- মন্ত্রে তনু জারব
দুরে যাউ প্রেমকলঙ্কা।।
চীতরতন মঝু কানু পাশে রহু
অবহুঁ না মীলল যোই।
গোবিন্দদাসিয়া কহই ধনি বিরমহ
আপহি মীলব সোই।।