মধুঋতু মধুকর পাঁতি ।
মধুর কুসুম মধুমাতি।।
মধুর বৃন্দাবন মাঝ।
মধুর মধুর রসরাজ।।
মধুর জুবতিজন সঙ্গ
মধুর মধুর রসরঙ্গ।।
মধুর মৃদঙ্গ রসাল।
মধুর মধুর করতাল।।
মধুর নটন-গতি ভঙ্গ।
মধুর নটিনী নটসঙ্গ।।
মধুর মধুর রসগান।
মধুর বিদ্যাপতি ভান।।
মধুঋতু মধুকর পাঁতি ।
মধুর কুসুম মধুমাতি।।
মধুর বৃন্দাবন মাঝ।
মধুর মধুর রসরাজ।।
মধুর জুবতিজন সঙ্গ
মধুর মধুর রসরঙ্গ।।
মধুর মৃদঙ্গ রসাল।
মধুর মধুর করতাল।।
মধুর নটন-গতি ভঙ্গ।
মধুর নটিনী নটসঙ্গ।।
মধুর মধুর রসগান।
মধুর বিদ্যাপতি ভান।।