মদন মদালসে শ্যাম বিভোর।
শশিমুখী হাসি হাসি করু কোর।।
নয়ন ঢুলাঢুলি লহু লহু হাস।
অঙ্গ হেলাহেলি গদ গদ ভাষ।।
নিরসি অধর-মধু পিবি অগেয়ান।
মদন মহোদধি ডুবাওল কান।।
ঘন ঘন চুম্বই নাহ বয়ান।
সরসিজ চান্দ মিলন ভেল ভাণ।।
নিবিড় আলিঙ্গণে পুলকিত অঙ্গ।
অপরূপ রতি-কেলি মনসিজ-ভঙ্গ।।
দূরে গেও ময়ূর-শিখণ্ড পীত বাস।
দোহুঁ রূপ নিছনি গোবিন্দদাস।।