মদনোহন তনু গৌরাঙ্গ সুন্দর।
ললাটে তিলক শোভে উর্দ্ধে মনোহর।।
ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল।
প্রাকৃত নয়ন দুই পরম চঞ্চল।।
শুভ্র যজ্ঞসূত্র রহে বেঢ়িয়া শরীরে।
সূক্ষ্মরূপে অনন্ত যে হেন কলেবরে।
অধরেতে মৃদু হাস শ্রীভূজ তুলিয়া।
পুরুবের নিকুঞ্জ লীলা মনেতে পড়িলা।।
গদাধরের সঙ্গে গৌর আনন্দে বিভোর।
হেরিয়া ভকতগণ সুখের নাহি ওর।।
গৌর গদাধরের কেলিবিলাস।
দূরহি নেহারত গোবিন্দ দাস।।