মদনমোহন- মুরতি মাধব
মধুর মধুপুর তোই।
মুগধ মাধবি মানি-মানদ
মিছই মারগ জোই।।
মিলল মধুঋতু মল্লি মুকুলিত
মঞ্জু মাধবি-কুঞ্জ।
মেলি মধুকরি মুখর মধুকর
মাতি মধু পিবি গুঞ্জ।।
মিহিরজা-মৃদু- মন্দ-মারুত
মনই মনসিজ-শাতি।
মসৃণ মলয়জে মুরছি ম
মহি মাহা গড়ি যাতি।।
মহামণিময় মহগমণ্ডলে
মলিন মুখ-অরবিন্দ।
মরমে মৃগয়তি মুদির-মনোহর
মোহিত দাস গোবিন্দ।।