মত্ত ময়ূর শিখণ্ডক-মণ্ডিত চূড়য়ে মালতী মাল।
পরিমলে মাতি পাঁতি মত্ত মধুকর গুঞ্জরে-ততহি রসাল।।
সজনি! পেখলুঁ বরজকিশোর।
পিবইতে বদন- সুধাকর-মাধুরি ভুলল নয়নচকোর।।
নীল জলদতনু ভাঙ মদনধনু নয়নকমল ফুলবাণ।
জরজর লাজয়ে গুরুকুল গৌরব সংশ রহল পরাণ।।
মদন মকর জনু মণিময় কুণ্ডল টলমল দোলত কাণে।
হেরইতে কুলবতী- মীন গরাসয়ে গোবিন্দদাস পরমাণে।।