মত্ত মউর শিখণ্ডক মণ্ডিত
চূড়ায়ে মালতি মাল।
পরিমলে মাতি পাঁতি মত মধুকর
গুঞ্জয়ে তঁহি রসাল।।
সজনি পেখলুঁ বরজ রাজ কিশোর।
পিবইতে বদন সুধকর মাধুরি
মাতল নয়ন চকোর।।
নীল জলদ তনু ভাঙ মদন ধনু
নয়ন কমল পাঁচ বাণে।
জর জর অন্তর কুলবতী গৌরব
সংশয় রহল পরাণে।।
মদন মকর জনু মণিময় কুণ্ডল
টলমল দোলত কানে।
হেরইতে জগমন মীন গরাসয়ে
গোবিন্দদাসিয়া পরমাণে।।