মঞ্জু-মরকত- নিন্দি-সুন্দর
সুভগ-কলেবর শ্যাম।
ইন্দু-নিন্দিত যাক রূপহিঁ
ঐছে বদনক ঠাম।।
জয় নন্দ-নন্দন কৃষ্ণ।
বিরহ-আকুল গোপি গোকুল
ততহিঁ মানস-তৃষ্ণ।।ধ্রু।।
গান্ধিনী-সুত- হৃদয় নন্দন
সান্দর-কৃত-রোহ।
বল্লবী বল- বন্ত তাপহিঁ
হৃদকৃত-ধর মোহ।।
ভকত-চাতক- নীল-নীরদ
অধিক-পূরণ আশ।
কহই পাতক- দুখিত-অন্তর
এ রাধামোহন দাস।।