মঞ্জুল বঞ্জুল নিকুঞ্জ মন্দিরে
সোঙরি সো গুণগাম।
মরম অন্তরে জপয়ে মন্তরে
একলি তোহারি নাম।।
রামা হে তেজহ কপট ছন্দ।
মদন হিলোলে তো বিনু দোলত
নন্দনন্দন চন্দ।
হিম হিমকর সলিল শীকর
নিন্দই কালিন্দীতীর।
সরস চন্দন পরশে মুরছই
সজল জ্বলত চীর।।
কবহুঁ উঠত কবহুঁ বৈঘত
পন্থ হেরত তোর।
অমল কমল নয়নযুগল
সঘনে গলয়ে লোর।।
এতহুঁ যতনে পুরুষ রতনে
চিতে নাহি বিশোয়াসা।
গহন বিরহ- দহনে দহই
কহই গোবিন্দদাসা।।