ভ্রমই গহনবনে গৌরকিশোর।
গদাধর সঙ্গে আজি আনন্দে বিভোর।।
হেরত তরু তরু মৃদু মৃদু ভাষ।
বনশোভা কহইতে মনহি উল্লাস।।
কত কত কৌতুক করয়ে দুহুঁ মেলি।
গৌর গদাধর কহত রসকেলি।।
কত কত উপজল ভাব-তরঙ্গ।
গোবিন্দদাস তঁহি দেখত রঙ্গ।।
ভ্রমই গহনবনে গৌরকিশোর।
গদাধর সঙ্গে আজি আনন্দে বিভোর।।
হেরত তরু তরু মৃদু মৃদু ভাষ।
বনশোভা কহইতে মনহি উল্লাস।।
কত কত কৌতুক করয়ে দুহুঁ মেলি।
গৌর গদাধর কহত রসকেলি।।
কত কত উপজল ভাব-তরঙ্গ।
গোবিন্দদাস তঁহি দেখত রঙ্গ।।