ভুলে ভুলে রে দোহাঁর রূপে নয়ন ভুলে।
কনক লতিকা রাই তমালের কোলে।।
বিজন বনে বনে ভ্রমই দুহুঁ।
দোহাঁর কান্ধে শোভে দোহাঁর বাহু।।
দীপ সমীপে যেন ইন্দ্রনীলমণি।
জলদে জড়ায়ল যেন সৌদামিনী।।
কষিতে কষিল নহে কুন্দন হেম।
তুলনা দিবারে নাহি দোহাঁকার প্রেম।।
বদনে বদন দিতে মদন জাগে।
আলিঙ্গন দিয়া শ্যাম কিবা ধন মাগে।।
চান্দ উপরে চান্দ দিয়ে রসসুধা।
গোবিন্দদাস কহে না ভাঙ্গিল ক্ষুধা।।