ভুবনমঙ্গল গোরা গুণে লোকনাথ ভোরা
তিঁহ নরোত্তমে দয়া করি।
রাধাকৃষ্ণলীলা গুণ নিজ শক্তি আরোপণ
পিয়াইলা গৌরাঙ্গ মাধুরি।।
অনুখণ গোরা রঙ্গে বিলাস বৈষ্ণব সঙ্গে
প্রিয় রামচন্দ্র সঙ্গে লৈয়া।
শ্রীভাগবত আদি গ্রন্থগীত বিদ্যাপতি
নিজ পহু গুণ আস্বাদিয়া।।
নরোত্তম দীনবন্ধু অপার করুণা সিন্ধু
রূপে গুণে রসের মুরতি।
রামচন্দ্র না দেখিয়া সদাই বিদরে হিয়া
কে বুঝিবে ঐছন পিরীতি।।
মোর ঠাকুর মহাশয় নরোত্তম দয়াময়
দন্তে তৃণ করোঁ নিবেদন।
বল্লভ পড়িয়া পাকে আকুল হইয়া ডাকে
অহে নাথ লইলুঁ শরণ।।