ভাল যে কহিলে দূতী।
পাঁজর ঝাঁজর হইল আমার
শুনিয়া শ্যামের রীতি।।
আজু হাম তথি দেখিব যুবতী
কেমন তাহার জোর।
যাব তার ঘরে আনব করে ধরে
শ্যাম নাগর মোর।।
কোপে কাঁপে ধনী ঝলকে মুখানি
উদয় পূর্ণিমার শশী।
বেণীর দোলনি জিনিয়া সাপিনী
মুখে মৃদু মৃদু হাসি।।
কনয়া সুন্দর মাণিক বেশর
নাসার আগেতে দোলে।
সিন্দূরের বিন্দু ভানু কোলে ইন্দু
শোভিয়াছে তাহে ভালে।।
মদন মোহিনী সাজিল অমনি
গমন কুঞ্জরগতি।
বৃন্দাবন বলে যাবে কোন্ ছলে
নাগর আছয়ে মাতি।।