ভাল ভেল মাধব সিদ্ধি ভেল কাজ।
অব হাম বুঝলুঁ বিদগধরাজ।।
নয়নক কাজর অধরক শোভা।
বান্ধি রাখল অলি অতি মধুলোভা।।
আজু ঝামর অতি শ্যামর অঙ্গ।
যতনে গুপত রহু যামিনি-রঙ্গ।।
খেণে খেণে নয়ন মুদসি আধ তারা।
কহইতে বচন রচন আধহারা।।
যাবক আধক উরপর লাগ।
অনুখণ সো ধনি ধরু অনুরাগ।।
সুরঙ্গ সিন্দূরবিন্দু ললিত কপালে।
ধরল প্রবাল জনু তরুণ তমালে।।
ভাবে পুলকিত তনু রহল সমাধি।
জ্ঞানদাস কহে উপজল আধি।।