ভাব-ভরে গরগর চিত।
খেণে উঠে খেণে বৈসে না পায় সম্বিত।।
অতি রসে নাহি বান্ধে থেহ।
সোঙরি সোঙরি কান্দে পুরুব সুনেহ।।
নাচে পহু গোরা নট-রাজ।
কি লাগি গোকুল-পতি সঙ্কীর্ত্তন মাঝ।।
নিজ পর কিছুই না জানে।
দীনহীন উত্তম অধম নাহি মানে।।
প্রিয়-গদাধর কর ধরি।
মরম-কথাটি কহে ফুকরি ফুকরি।।
ডগমগ আনন্দ-হিলোলে।
লোলিয়া লোলিয়া পড়ে পতিতের কোলে।।
গোরা-রসে সব রসময়।
না দরবে বলরাম পাষাণ-হৃদয়।।