ভাবে ভাবে ভাবের খেলা হবে ঐ কুঞ্জবনে, গো প্রাণের সজনী,
গোপালে রাখিও সযতনে।
গোপাল রাখিও সযতনে।
গোপাল কোথা আমি কোথা, পড়ে রলেম যথা তথা,
কংস আদি বসিল সাক্ষাতে। (গো প্রাণের সজনী)
কংস রাণীর ধ্বংস চিত, বসিল গাইতে গীত।
মোহন স্বরে পোষিল যামিনী। (গো প্রাণের)
নাতিন আমার সঙ্গগত, হার খুসী অবিরত,
খেম্টা তালে হৈল মাতোয়ারা । ( গো প্রাণের সজনী)
নাতিন আমার রসের মাধুর, হেছ্কা টানে নেয় কতদূর,
পুষ্প রেণু দেয় মুখে ঢালি। ( গো প্রাণের)
গোপাল হেথা বন্ধখানা, না মিলে তার খানাপিনা,
শ্যাম পীরিতে ঘটিল জঞ্জাল। (গো প্রাণের)
গোপাল আমার সঙ্গ সাথী, তা’ বিনে মোর নাই গতি,
হরে নিল কংসের পীরিতে। (গো প্রাণের)
বেলা গেল সন্ধ্যা হৈল, গোপাল সব হারে গেল,
আমি রাখাল চলিনু একেলা। ( গো প্রাণের)
মহাজনে জিজ্ঞাসিব, উত্তর তার কি বলিব,
লাভে মূলে ভরা হৈল তল। (গো প্রাণের)
জহুর হৈল লক্ষ্মীছাড়া, ফসল ক্ষেত্রে না দেয় বেড়া,
লোঠে নিল শূকরের দলে। (গো প্রাণের