ভাবে ভরল হেম তনু অনুপাম রে
অহনিশি নিজরসে ভোর।
নয়নযুগল প্রেম জলে ঝর ঝররে
ভুজ তুলি হরি হরি বোল।।
নাচত গৌর কিশোর মোর পহু রে
অভিনব নবদ্বীপ-চাঁদ।।
ভাবভরে হেলন ভাবভরে দোলন
প্রতি অঙ্গে মনমথ ফাঁদ ।।
জিতল নীপফুল পুলক-মুকুল রে
প্রতি অঙ্গে ভাব বিথারি।
রসভরে গরগর চলই খলই রে
গোবিন্দ দাস বলিহারি।।