ভাবে দর দর বুক গৌরাঙ্গের চাঁদমুখ
ভাবিতে শুইলা শচী মায়।
কনক কষিল জনু গৌর সুন্দরতনু
স্বপনেতে দরশন পায়।।
মায়েরে দেখিয়া গোরা অরুণ নয়ানে ধারা
চরণের ধূলি নিল শিরে।
সচকিতে উঠি মায় ধাই কোলে করে তায়
ঝর ঝর নয়ানের নীরে।।
দুহুঁপ্রেমে দুহুঁ কান্দে দুহুঁ থির নাহি বান্ধে
কহে মাতা গদগদ ভাষে।
আন্ধল করিয়া মোরে ছাড়ি গেলা দেশান্তরে
প্রাণহীন তোমার হাত্যাশে।।
যে হউ সে হই বাছা আর না যাইহ কোথা
ঘরে বসি করহ কীর্ত্তন।
শ্রীবাসাদি সহচর পরম বৈষ্ণববর
কি ধরম সন্ন্যাসকরণ।।
এতেক কহিতে কথা জাগিলেন শচীমাতা
আর নাহি দেখিবারে পায়।
ফুকারি কান্দিয়া উঠে ধারা বহে দুহুঁ দিঠে
প্রেমদাস মরিয়া না যায়।।